আহলে হাদিস কি মুসলিম জাতি
লেখক:- মাওলানা সাইফুদ্দিন মানিক
(১)সাহাবায়ে কেরাম ফাসেক ছিলেন। (নাউযুবিল্লাহ)
আল-বয়ানুল মারসূস-১৮৪।
(২)নারী পুরুষের বীর্য পাক।
বুদূরুল আহিল্লাহ,নবাব সিদ্দিক্ব হাসান খান পৃঃ ১৫।
(৩)অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে।
আরফুল জাদী,নূরুল হাসান খান লা-মাযহাবী-১৫।
(৪)সকল প্রাণীর পস্রাব পবিত্র।
বুদূরুল আহিল্লাহ,পৃঃ১৪.১৫.১৬।
(৫)টাখনুর নিচে পায়জামা পরিধান করার দ্বারা অজু
ভেঙ্গে যায়।
দস্তুরুল মুত্তাকী, পৃঃ২৯।
(৬)নিজের জারয মেয়েকে বিবাহ করা যাবে।
আরফুল জাদী -১১৩।
(৭)ছাগলের কুরবানিতে ১০০ জনও শরীক হতে
পারবে।
বুদূরুল আহিল্লাহ. ৩৯১।
(৮)স্ত্রী না থাকলে হস্তমৈথুন করে বীর্যপাত
করা বৈধ।আর যদি ওই ব্যাক্তির গুনাহে লিপ্ত হওয়ার
আশঙ্কা থাকে, তাহলে হস্তমৈথুন করা ওয়াজিব বা
মুস্তাহাব।
আরফুল জাদী ২১৪।
(৯)হায়েজ নেফাস ছাড়া সব রক্ত পাক। এমন কি এটা
জানোয়ারের রক্ত হলেও।
দলীলুত ত্বালেব,পৃঃ২৩০।বুদূরুল আহিল্লাহ, ১৮,,
আরফুল জাদী, ১০।
(১০)মৃত প্রাণী পাক।
দলীলুত ত্বালেব, ২২৪।
(১১)নবাব সিদ্দিক্ব হাসান খান বলেন,শুকুর পাক।
(নাউযুবিল্লাহ)
বুদূরুল আহিল্লাহ,১৫-১৬।
(১২)নাপাক শরীরে নামাজ পড়লে নামাজ বাতিল
হবেনা। যদিও উক্ত ব্যাক্তি গুনাহগার হয়, কিন্তু নামাজ
আদায় হয়ে যাবে।
বুদূরুল আহিল্লাহ,৩৮।
(১৩)শরীর থেকে যত রক্তই বেরহোক অজু
ভঙ্গ হবেনা।
দস্তুরুল মুত্তাকী, ২৯।
(১৪)রাসুল সাঃ এর রওযা যিয়ারতের উদ্দেশ্যে সফর
করা নাজায়েয।
আরফুল জাদী, পৃঃ২৫৭।
(১৫)পানিতে অপবিত্র বস্তু পড়ার দ্বারা পানি নাপাক হয়না,
চাই পানি কম হোক বা বেশী হোক।
আরফুল জাদী, ৯।
(১৬)আল্লাহ শব্দের যিকির করা বিদআত।
আল-বয়ানুল মারসূস-১৭৩।
(১৭)এক সাথে চারের অধিক বিবাহ করা যাবে।
আরফুল জাদী, ১১৫।
(১৮)নামাজী ব্যাক্তির কাপড় পাক হওয়া শর্ত নয়।
আরফুল জাদী, ৩২। দলীলুত ত্বালেব, ২৪৬।
বুদূরুল আহিল্লাহ,৩৯।
(১৯)পতিতাবৃত্তি করে অর্জিত মাল হালাল,
এটা ১৩২৯ হিজরীতে লা মাযহাবী আলেম
আব্দুল্লাহ গাজীপুরীর প্রদত্ত ফতোয়া।
(২০)পর্দার বিধান কেবল মাত্র রাসূল সাঃ এর
স্ত্রীগণের জন্যই। উম্মতের সাধারণ মহিলাদের
জন্যে পর্দ করা জরুরী নয়।
আল বুনইয়ানুল মানসূস,১৬৮।
(২১)কাফেরদের জবাই করা পশু হালাল।
আল-আরফুল জাদী, ২৪৭।
(২২)স্থলভাগের ঔসমস্ত প্রাণী হালাল, যার
শরীরে রক্ত নেই।
(২৩)ব্যাবসায়িক সম্পদের যাকাত দিতে হয়না,
বুদূরুল আহিল্লাহ,১০২।
(২৪)সুদ নেয়া জায়েয।
বুদূরুল আহিল্লাহ।
(২৫)স্বর্ণ-রূপার অলংকারের যাকাত নেই।
বুদূরুল আহিল্লাহ,১৯।
(২৬)মদ পাক, নাপাক নয়।
বুদূরুল আহিল্লাহ,১৫।দলীলুত ত্বালেব, ৪০৪।
(২৭)পুরুষের জন্যে রূপার অলংকার ব্যবহার জায়েয।
বুদূরুল আহিল্লাহ,৩৫৬।দলীলুত ত্বালেব,
৪৩৪.৪৩৫।
(২৮)স্বর্ণ-রূপার অলংকারে সুদ নেই।
দলীলুত ত্বালেব, ৫৭৫।
(২৯)সুর্য হেলার পূর্বে জুমার নামাজ পড়া যাবে।
বুদূরুল আহিল্লাহ,৭১।
(৩০)খুৎবা ছাড়া অন্যান্য নামাজের সাথে জুমআর
কোন পার্থক্য নেই।বুদূরুল আহিল্লাহ,৭২।
(৩১)জুমার জন্যে জামাত শর্ত নয়।বুদূরুল
আহিল্লাহ,৭২।
(৩২)তিলাওয়াতে সিজদা অযু ছাড়াও আদায় করা জায়েয।
(৩৩)নামাজে ইমামের পিছনে মুক্তাদির ভুল
হলে,তার উপর সেজদায়ে সাহু করা ওয়াজিব।বুদূরুল
আহিল্লাহ,৬৮।
(৩৪)গুলি লেগে যে প্রাণী মারা যায়, তার গোস্ত
খাওয়া হলাল।
বুদূরুল আহিল্লাহ,৩৩৫।
(৩৫)ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিলে তার কাযা
করতে হয়না।
দলীলুত ত্বালেব, ২৫০।
(৩৬)সমুদ্রের সকল প্রাণী হালাল।
বুদূরুল আহিল্লাহ,৩৩৩।
(৩৭)স্বর্ণ-রূপার পাত্র ব্যবহার করা জায়েয।
বুদূরুল আহিল্লাহ,৩৫৪।
(৩৮)কোন মুসাফির কোন মুকীম ইমামের
পিছনে নামাজ আদায় করতে পারবে না।
যদি একান্তই করতেই হয়, তাহলে কেবল
শেষের দুই রাকাতে শরীক হবে।
আল বয়ানুল মারসূস-১৬৩।
এমন আরো অনেক মাসআলা আছে যেগুলো
তাদের মনগড়া।