কোরআন রাজনীতির শ্রেষ্ঠ বই।
লেখক:- মাওলানা সাইফুদ্দিন মানিক
বাংলাদেশে কিছু রাজনীতিবিদ ও অপদার্থ বুদ্ধিজীবীরা বলেন কোরআন ও রাজনীতি আলাদা,
কুরআন নিয়ে রাজনীতি করা হারাম
কুরআনের মধ্যে জান্নাত জাহান্নাম এগুলোর কথা, রাজনীতির কোন কথা নাই
বুজুন রাজহাঁস মানে হাসের মাঝে বড়হাস
রাজপথ মানে বড় পথ
রাজবাড়ী মানে বড় বাড়ী
রাজনীতি মানে বড়নীতি
রাজনীতি রাষ্ট্রচালানোর নীতিকে বলে
ঐ সকল নাস্তিকরা বলে
এই রাজনীতি হুজুররা করবেনা হুজুররা মসজিদে বসে মিস্টি ও মিলাদ বিয়া পড়াবে
আর যাদের বড় বড় মুছ আছে কালা বোতল খায় তারা করবে এ রাজনীতি
আর এ শয়তানরা খালি মাঠে গোল দিবে
কিন্তু এটা চলবে না
"""রাজনীতির নামে কুরআনে কি কি সুরা আছে ""
আসুন দেখা যাক...!
আল্লাহ কুরআনে পরিস্কার বলে দিয়েছেনঃ
" হে নবী !এ কুরআন আপনার প্রতি নাযিল করেছি , যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করে মানুষের মধ্যে সুবিচার করেন ।" (সূরা নিসা -১০৫) ।
"সৃষ্টি যার , আইন চলবে তার "( সূরা আরাফ ৫৪) ।
"যারা আল্লাহর কুরআন দিয়ে বিচার ফায়সালা করেনা তারা জালিম, ফাসিক, কাফির ।"( সূরা মায়িদা-৪৪)
ইসলামী রাষ্ট্র গঠনে কুরআন কি বলে?
১। সুরা মুলক:-রাষ্ট্রঃ রাষ্ট্র বিষয়ক সূরা সূরাতুল মুলক । রাষ্ট্র সম্পর্কিত কথা এখানে রয়েছে ।
২। সুরা জুমার :-দলঃ দল বিষয়ক সূরা সূরাতুল যুমার। যুমার অর্থ দল বা ঐক্যবদ্ধ হওয়া ।
ঐক্য কোন কোন ভিত্তিতে হবে তার ১১ টি নীতিমালা এই সূরায় দেয়া হয়েছে ।
৩।সুরা দাহর:-জনগনঃ জনগন সম্পর্কিত সূরা সূরাতুল দাহার । দাহার মানে জনগনের সূরা ।
৪।সুরা ইয়াসিন:-নেতাঃ নেতা সম্পর্কীত সূরা সূরাতুল ইয়াসীন । ইয়াসীন অর্থ নেতা । এ সূরায় নেতার আটটি গুনাবলী পাওয়া যায় ।
৫।সুরা ফোরকান:-সংবিধানঃ সংবিধান সম্পর্কিত সূরা সূরাতুল ফোরকান । ফোরকান অর্থ সংবিধানের সূরা । দেশ চালানোর জন্য এই সূরায় ১৮৩ টি ধারার বিবরন রয়েছে ।
৬।সুরা শুরা:-মন্ত্রী পরিষদঃ মন্ত্রী সম্পর্কীত সূরা সূরাতুল শূরা ।শুরা মানে মন্ত্রী পরিষদ। এখানে মন্ত্রীদের ৪ টি গুনাবলী ও বিস্তারিত কর্মনীতি রয়েছে
৭। সুরা বালাদ:-রাজধানীঃ মন্ত্রী ও নেতা দেশ চালানোর জন্য কোন অঞ্চল কে বেছে নিবে সে সম্পর্কিত সূরা সূরাতুল বালাদ । বালাদ অর্থ রাজধানীর সূরা । রাষ্ট্রের রাজধানী কি কি বৈশিষ্ট্যমন্ডিত হবে তা এই সূরায় রয়েছে ।
৮।সুরা সাবা:-নগরী / সংসদ বা পার্লামেন্টঃ এ প্রসঙ্গে যে সূরা নাযিল হয়েছে তার নাম সূরাতুল সাবা । সাবা মানে নগরী ।
৯।সুরা যুখরুফ:-সেনাবাহিনীঃ সেনাবাহিনী সম্পর্কিত সূরাটির নাম সূরাতুল যুখরুফ । যুখরুফ মানে সৈন্যবাহিনী ।এখানে সেনাবাহিনীর জন্য সাতটি গুনাবলী রয়েছে ।
১০। সুরা সফ ও সাফ্ফাত:-সংঘবদ্ধ সৈনিকঃ এ প্রসঙ্গে যে সূরা এসেছে তার নাম সূরাতুল ছাফফাত । ছাফফাত মানে সৈন্য সংঘবদ্ধ । এ সূরায় সৈন্যদের সংঘবদ্ধ থাকার ৩টি মূলনীতি এসেছে ।
১১। সুরা আহজাব:-তিন বাহিনী /যৌথ বাহিনীঃ একটি দেশের তিনটি বাহিনী থাকে । এ সম্পর্কীত সূরা সূরাতুল আহযাব । আহযাব মানে যৌথ বাহিনী । এখানে যৌথবাহিনীর ৯ টি গুনাবলীর বর্ননা রয়েছে ।
১২।সুরা আদিয়াত:-যৌথ অভিযানঃ দেশের আইন শৃংখলার জন্য যৌথ অভিযান প্রয়োজনীয় । এ অভিযান সম্পর্কিত সূরাটির নাম সূরাতুল আদিয়াহ। আদিয়াহ মানে যৌথ অভিযান । এখানে যৌথ অভিযানের পরিচালনা করতে ৫ টি নীতির বর্ননা এসেছে ।
১৩।সুরা জুময়া:-সভা সমাবেশঃ এ সম্পর্কিত সূরাটির নাম সূরাতুল জুমুয়া । জুমুয়া মানে সাপ্তাহিক সমাবেশ ।
১৪।সুরা হাশর:-মহা সমাবেশঃ এ সম্পর্কে নাযিলকৃত সূরাটির নাম সূরাতুল হাশর । হাশর মানে মহাসমাবেশ যা আল্লাহ তায়ালা কিয়ামতের পর সব মানুষকে নিয়ে করবেন । মানুষ দুনিয়াতে ঐক্যবদ্ধ হয়ে মহাসমাবেশ করতে পারে ।
১৫। সুরা মুমতাহিনা:-নারী নেত্রীঃ মহিলাদের সাথে জোট করা যাবে কি না সে সম্পর্কে যে সূরা এসেছে তার নাম সূরাতুল মুমতাহিনা । মুমতাহিনা অর্থ সাহসী নারী । এখানে দেশ ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগকারী সাহসী নারীদের ৯টি গুনাবলী এসেছে ।
১৬।সুরা তাগাবুন:- জয় পরাজয়ঃ জোটবদ্দ আন্দোলনে হার-জিত হয় । এ সম্পর্কিত সূরাটির নাম সূরাতুল তাগাবুন যার অর্থ হার-জিত । এখানে একদল আরেক দলের উপর যুলুম নির্যাতন না করার ২ টি পরামর্শ এসেছে
১৭।সুরা মুজাদালাহ:-আলাপ আলোচনাঃ গঠনমূলক তর্ক বিতর্ক সম্পর্কিত সূরা সূরাতুল মুযাদালা । এখানে তর্ক বা যুক্তিতে মিথ্যার আশ্রয় না নেয়ার ৯ টি উপদেশ এসেছে ।
১৮।সুরা জাছিয়াত:-ক্ষমতার জন্য নতজানু না হওয়াঃ কোন নেতা শতশত মানুষের প্রান নাশ না করার জন্য ও যুক্তি তর্কে নতজানু নীতি অবলম্বন না করার জন্য যে সূরাটি নাযিল হয়েছে তার নাম সূরাতুল জাছিয়াহ। জাছিয়হ অর্থ নতজানু হয়োনা । নিজের স্বার্থে কোন নেতাকে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য নতজানু না হওয়ার ৩ টি পরামর্শ এ সূরায় এসেছে ।
১৯।সুরামুরসালাত:-প্রতিনিধি দলঃ সংগ্রামে বা তর্কে চুপ না থেকে বা নতজাতনু না হয়ে আলোচনার জন্য উভয় পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানোর পরামর্শ রয়েছে সূরাতুল মুরসালাত সুরাতে । মুরসালাত মানে প্রতিনিধি দল। এ সুরাতে বুদ্ধিভিত্তিক আলোচনার পরামর্শ এসেছে ।
এতগুলি সূরা আল্লাহপাক নাযিল করেছেন কি এমনি এমনি? অবশ্যই না ।
আল্লাহ চান মানুষ আল্লাহর নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুক