পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।
বিশেষ প্রতিনিধি :- মাওলানা সাইফুদ্দিন মানিক
আজ বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানিয়েছেন।
ঈদে বাড়ি যাওয়ার জন্য ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ আগস্টের অগ্রিম টিকিট যথাক্রমে ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট পাওয়া যাবে।
এছাড়া, ফিরতি যাত্রার জন্য ২৪ আগস্টের অগ্রিম টিকিট মিলবে ১৫ আগস্ট। সেই সাথে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট।
প্রতিদিন সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন রুটে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
মন্ত্রী আরো জানান, যাত্রাপথে ১ হাজার ৪০২টি কোচ ও ২২৯টি ইঞ্জিন নিয়োজিত থাকবে।
কালো বাজারে টিকিট বিক্রি রোধ করার জন্য বড় স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা মোতায়েন থাকবেন। সেই সাথে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
এদিকে, ২১ ও ২২ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেন এবং ২৩ আগস্ট বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ থাকবে। সূত্র: ইউএনবি।