বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ৪ শিক্ষার্থী নিহত
বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ৪ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিনিধি :- মাওরানা সাইফুদ্দিন মানিক রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ডিএমপির ট্রাফিক উত্তরের বিমানবন্দর জোনের সহকারি কমিশনার শচিন মৌলিক চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন: জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের একটি বাসের ধাক্কায় র্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের ঘটনাস্থলে কয়েকজন মারা গেছে, আর ৮/১০ জনের আহতের খবর পেয়েছি। বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। জানা যায়, রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষার সময় জাবালে নূর নামের একটি বাস তাদের চারজনকে চাপা দিলে ঘটনাস্থলে সবাই মারা যায়। নিহত শিক্ষার্থীদের মধ্যে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের তিনজন ছাত্র এবং একজন ছাত্রী ছিল। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। এ সময় সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়। বিক্ষোভের কারণে ওই সড়কের যানবাহনকে অন্য সড়ক দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ক্যান্টনমেন্ট থানা পুলিশ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে: সর্বশেষ তথ্যানুযায়ী আমরা জানতে পেরেছি বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের ধাক্কায় অন্তত চার জন নিহত হয়েছে। নিহতরা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
দেশী পর্নষ্টার হিজরা রেশমী এলন শত শত মুসলিম যুবককে দিশেহারা নোংরা জগতে প্রবেশ ও দেশের মুসলিম সমাজকে রক্ষার জন্য এই বেহায়া হিজরা মেয়েকে গ্রেফতার করা ও ফাসি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে দেশের সকল ওলামা কেরামের অনুরোধ করেছেন । বিশেষ প্রতিনিধি: মাওলানা সাইফুদ্দিন মানিক এই হিজরা রেশমা প্রতিদিন ইউটিউবে ফেইচ বুকে গুগলে নিজের মোবাইল নম্বর, নিজের শারিরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দেখিয়ে মুসলিম যুব সমাজ কে নোংরা কাজে বাধ্য করছে । বিশেষ করে ফেইচবুকে ইউটিউবে সরাসরি লাইভ এসে নোংরা ভিডিও আপলোড করছে । আমাদের দেশের মা বোনরা কেহ এ ক্ষতি থেকে নিরাপদ নয় । এ নোংরামিতে সে কারো ছেলে কারো বাবা কারো স্বামী কারো অবিবাহিত যুবক নোংরা ব্যভিচারী কাজে লিপ্ত হচ্ছে। এর ফলে সমাজে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অন্যায় অবিচার দিনে দিনে বেড়ে চলছে । এই হিজরা রেশমি এলন আল্লাহ রাসুলকে গালিগালাজ করছে । সে প্রতিদিন নোঙরা অশ্লীল ভিডিও আপলোড করে দেশের আইনশৃঙ্খলা বাহিনী র্যাব,পুলিশ সহ সকল বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে । দেখা গেছে, গণমাধ্যম সরব হলেই কেবল ঘটনাগুলো সামনে আসছে। তবে যতটুকু গণমাধ্যমে প্রকাশ পায় সে চিত্রও ভয়াবহ। গত সাড়ে ৫ বছরে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সারাদেশে ধর্ষণের যে চিত্র তুলে ধরেছে তা রীতিমতো চমকে ওঠার মতো। তাদের দেয়া পরিসংখ্যানে দেখা যায়, গত সাড়ে ৫ বছরে দেশে ৫ হাজার ২৪৮টি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএমবিএস) বলছে, গত ৬ মাসে ১৪১ নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৪ জনকে আর গণধর্ষণের শিকার হয়েছেন ৪৩ নারী। শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বলছে, চলতি বছরের প্রথম ৬ মাসে শুধুমাত্র শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৯৪টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৪৬ জন শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৮ শিশুকে আর ৩ জন শিশু ধর্ষণের পর আত্মহত্যা করেছে। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো ২৮ শিশু। সংশ্লিষ্টরা বলছেন, এ পরিসংখ্যান গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নির্ভর। এর বাইরের চিত্র আরো ভয়াবহ। আসকের দেয়া তথ্যানুযায়ী, সাড়ে ৫ বছরে গড়ে দিনে প্রায় ৩টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সময়ে ৩৭৩ নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৫৬ জন। সংস্থাটির দেয়া পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালে ১১৪৮ জন নারী ও শিশু ধর্ষণ-গণধর্ষণের শিকার হয়েছে, ৯৮ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ১৪ জন ধর্ষণের অপমাণ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে। ২০১৩ সালে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে ৯৯৮ জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ৮৭ জন আর একই কারণে আত্মহত্যা করেছে ১৪ জন। ২০১৪ সালে ৭০৭ জন ধর্ষণ-গণধর্ষণের শিকার হয়েছে, ৬৮ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ১৩ নারী-শিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। ২০১৫ সালে ধর্ষিত হয়েছে ৮৪৬ জন, খুন করা হয়েছে ৬০ ধর্ষিতাকে এবং আরো ২ জন আত্মহত্যা করেছে। ২০১৬ সালে ৭২৪ নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে, ৩৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একই কারণে আত্মহত্যা করেছে ৮ জন। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের দেয়া পরিসংখ্যানে দেখা যায়, গত সাড়ে ৫ বছরে ১৭১৬ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ২০১২ সালে ৮৬, ২০১৩ সালে ১৭০, ২০১৪ সালে ১৯৯ জন শিশু ধর্ষিত হয়েছে। অতীতে সব রেকর্ড ছাড়িয়ে ২০১৫ সালে ৫২১ জন শিশু এই নৃশংসতার শিকার হয়েছে। গত বছর ধর্ষণের শিকার হয়েছে ৪৪৬ জন শিশু। আর চলতি বছরের প্রথম ৬ মাসেই শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৯৪টি। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৪৬ জন শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৮ শিশুকে আর ৩ জন শিশু ধর্ষণের পর আত্মহত্যা করেছে। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো ২৮ শিশু। তবে এই পরিসংখ্যান যত ভয়াবহ-ই হোক এটি বাস্তবে ঘটে যাওয়া ঘটনার খণ্ডিত চিত্র মাত্র। সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা বলছে, এ পরিসংখ্যান মূলত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নির্ভর। এছাড়া কেউ কেউ তাদের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমেও তথ্য সংগ্রহ করেন। তবে একটি বড় অংশই থেকে যায় খবরের আড়ালে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ঘটনা পর্যালোচনা করে দেখা যায়, একই ব্যক্তি একাধিক নারীকে ধর্ষণ করেছে। সামনে এসেছে মাত্র একটি। এরপর তদন্তে বা অনুসন্ধানে বেরিয়ে এসেছে একাধিক ধর্ষণের ঘটনা। তবে পরিসংখ্যানে একটি ঘটনাই যোগ হয়েছে। আবার অনেক ঘটনা প্রকাশই পায় না। ফলে সেগুলো আড়ালেই থেকে যাচ্ছে। ধর্ষণকারী সমাজের প্রভাবশালী হওয়ায় ধামাচাপা পড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে আপস-মীমাংসা হয়ে যাচ্ছে। অনেক ঘটনায় মামলা হচ্ছে না বা সংশ্লিষ্ট থানা মামলা নিচ্ছে না।
হজ ফ্লাইটের আট হাজার টিকিট এখনও অবিক্রীত চলতি বছরের হজযাত্রার নবম দিনে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইটের শিডিউল পরিবর্তনের ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট হজযাত্রীদের কিছুটা দুর্ভোগের শিকার হতে হয়েছে। তবে বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব থেকে যথাসময়ে বিমান ঢাকায় না পৌঁছানোসহ বিভিন্ন কারণে কয়েকটি ফ্লাইটের ‘শিডিউল রিভাইস’ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট হজযাত্রীদের আগেই জানিয়ে দেওয়ায় কোনো সমস্যা হয়নি। এদিকে ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত বিমানের বিভিন্ন হজ ফ্লাইটের ৮ হাজার টিকিট এখনও অবিক্রীত রয়েছে বলে জানা গেছে। যথাসময়ে এসব টিকিট বিক্রি না হলে ফ্লাইট বিপর্যয়ের আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ। এমনকি অনেক হজযাত্রীর সৌদি আরব যাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিমানের পাশাপাশি সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সেরও বেশ সংখ্যক টিকিট অবিক্রীত আছে বলে জানা গেছে। সূত্র মতে, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি এজেন্সি হজের কার্যক্রম পরিচালনা করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮৭টি ফ্লাইট ৬৪ হাজার ৯৬৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইট ৬১ হাজার ৮৩১ জন হজযাত্রী পরিবহন করবে। ১৪ জুলাই থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। রোববার পর্যন্ত দুটি এজেন্সির শতাধিক ফ্লাইটে ৪০ হাজারের বেশি হজযাত্রী এরই মধ্যে সৌদিতে পৌঁছেছেন। হজের শেষ ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে ১৫ আগস্ট। রোববার বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ২৭ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত বিভিন্ন ফ্লাইটের ৮ হাজার হজযাত্রীর টিকিট এখনও অবিক্রীত রয়েছে। তাই ঠিক সময়ে টিকিট না কাটলে ফ্লাইট বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। কারণ এ বছর সৌদি আরব অতিরিক্ত কোনো সøট দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। এ বিষয়ে হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, বিমানের কত টিকিট অবিক্রীত আছে তা আমি জানি না। তবে হজযাত্রী রিপ্লেসমেন্ট নিয়ে জটিলতার কারণে হয়তো অনেকে টিকিট কাটেনি। এখন এটির সমাধান হয়ে গেছে। সবাই টিকিট কাটবে বলে আশা করি। শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী ২১ জুলাই পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৪২৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ২৫ জনসহ মোট ৬৭ হাজার ৪৫২ জন হজযাত্রীর ভিসা পাওয়া গেছে। মোট ৫১১টি হজ এজেন্সির মোট ১ লাখ ৫ হাজার ৪৪২ জন হজযাত্রীর বিপরীতে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের অনুকূলে টিকিট প্রাপ্তির জন্য পে-অর্ডার ইস্যু করা হয়েছে। অবশিষ্ট হজযাত্রীর অনুকূলে টিকিট সংগ্রহের জন্য পে-অর্ডার ইস্যু করতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে নির্দেশ প্রদান করা হয়েছে। মন্ত্রীর এ হিসাব অনুযায়ী দুই এজেন্সি মিলে ২১ হাজারের বেশি হজযাত্রীর বিমান টিকিটের জন্য পে-অর্ডার ইস্যু বাকি রয়েছে। শিডিউল পরিবর্তন : হজযাত্রার নবম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের শিডিউল পরিবর্তনের ঘটনা ঘটেছে। এতে ৮ শতাধিক হজযাত্রী দুর্ভোগে পড়েন। আশকোনা হজ ক্যাম্পে যাত্রার অপেক্ষায় থাকা মুসল্লিরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু বিমানটি যথাসময়ে না পৌঁছায় ফ্লাইট ছাড়ার সময় পিছিয়ে বিকালে দেওয়া হয়। এছাড়া আরেকটি ফ্লাইট বিকাল ৪টা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও বিমান ফিরতে দেরি হওয়ার কারণে সেটি রাত ১টার পর ছাড়ার কথা জানায় কর্তৃপক্ষ। আজও বিমানের কয়েকটি ফ্লাইট দেরিতে ছাড়বে বলে জানা গেছে। এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, শিডিউল বিপর্যয় নয়, কিছু ফ্লাইটের শিডিউল রিভাইস করা হয়েছে। এজন্য আগের সময়ের পরিবর্তে নতুন সময়ে ফ্লাইট ছাড়ছে। শিডিউল রিভাইসের বিষয়টি আগে থেকেই হজযাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। এতে দুর্ভোগের কোনো কারণ নেই। কোটা খালি থাকার আশঙ্কা : বেসরকারি হজ এজেন্সিগুলোর দাবির পরিপ্রেক্ষিতে সরকার আরও ৪ শতাংশ হজযাত্রী প্রতিস্থাপন করার সুযোগ দিয়েছে। এর আগে ৪ শতাংশ প্রতিস্থাপনের সুযোগ দেওয়া হয়। তবে এতেও এজেন্সিগুলোর চাহিদা পূরণ হবে না বলে জানা গেছে। শনিবার ধর্ম সচিব মো. আনিছুর রহমান জানান, ৪৯৫টি এজেন্সি ৬ হাজার ৪১৯ জন হজযাত্রী প্রতিস্থাপনের জন্য আবেদন করেছে। অথচ নতুন করে ৪ শতাংশ প্রতিস্থাপনে ৪ হাজার হজযাত্রীও সুযোগ পাবেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে কয়েক হাজার হজযাত্রীর কোটা খালি থাকতে পারে। এ ব্যাপারে হাব মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আরও ৪ শতাংশ হজযাত্রী রিপ্লেসমেন্টের সুযোগ দেওয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে এরপরও অনেকের রিপ্লেসমেন্ট চাহিদা থেকে যাবে। সেগুলোও যাতে সরকার সমাধানের ব্যবস্থা করে সে দাবি জানাই। তা নাহলে কয়েক হাজার হজযাত্রীর কোটা খালি থাকার আশঙ্কা রয়েছে।
দেশে কুরবানির উপযোগী পশু ১ কোটি ১৬ লাখ
আসন্ন ঈদ-উল- আজহা উপলক্ষে কুরবানি দেওয়ার যোগ্য গবাদিপশুর সংখ্যা সারাদেশে প্রায় ১ কোটি ১৬ লাখ বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রবিবারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানিযোগ্য এসব গবাদিপশুর মধ্যে ৪৪ লাখ ৫৭ হাজার গরু ও মহিষ এবং ৭১ লাখ ছাগল ও ভেড়া রয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের মতো এবারের ঈদু-উল-আজহাতেও গবাদিপশুর খামারগুলোতে স্বাস্থ্যহানিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে ল্যাবরেটরি-পরীক্ষার ব্যবস্থা রাখবে প্রাণিসম্পদ অধিদফতর। এছাড়া প্রাণিস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন জাতীয় ওষুধের বিক্রয় ও সরবরাহ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে।এ বছর কুরবানির হাটে পশুর প্রাথমিক চিকিৎসার জন্য প্রতিটি ছোটহাটে অন্তত ১টি, বড়হাটে ২টি করে এবং ঢাকার গাবতলীহাটে ৪টি মেডিকেল টিম থাকবে। এছাড়া নির্দিষ্টস্থানে কুরবানিকরণসহ ময়লাবর্জ্য যত্রতত্র না ফেলা এবং কুরবানির আগে-পরে ঢাকা সিটির পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে ঢাকা সিটির দুই কর্পোরেশনের সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্বাত্মক ব্যবস্থাগ্রহণ করবে। অর্থসূচক/ জেজে
সৌদি থেকে দেশে ফিরলেন ৩৪ নারী ও ৬২ পুরুষ শ্রমিক
ফাইল ছবিসৌদি আরব থেকে এবার দেশে ফিরলেন ৩৪ নারী এবং ৬২ পুরুষ শ্রমিক। শনিবার রাত সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ১৮ জন এবং রাত সাড়ে ১০টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৬ জন নারী ও ৬২ জন পুরুষ শ্রমিক দেশে ফিরে এসেছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মনিরুল ইসলাম নামে এক কর্মী জানান, শনিবার রাতে দুটি ফ্লাইটে ৩৪ নারী এবং ৬২ পুরুষ শ্রমিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। আমরা প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে যতটুকু সাহায্য করার করেছি। জানা গেছে, সৌদি আরবে নিয়োগকর্তাদের নির্যাতনের শিকার হয়ে শূন্য হাতে ফিরেছেন এসব শ্রমিক। এসময় এদের সবার হাতে পুটলি আর চোখে-মুখে হতাশার ছাপ লক্ষ করা গেছে। উল্লেখ্য, গত ৩ মে ৩৫ জন, ১২ মে ২৭ জন, ১৯ মে ৬৬ জন, ২৩ মে ২১ জন, ২৭ মে ৪০ জন এবং ৩ জুন ২৯ জন,১৮ জুন ১৬ জন এবং ১৯ জুন ২৭ জন এবং ২৬ জুন ২২ জন, ১০ জুলাই ৪২ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন। আরএম/এমবিআর
১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ছাত্রলীগ । সেই থেকে এ দেশের আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছে এই সংগঠনটি। বর্তমানে এই ছাত্র সংগঠনটি এশিয়ার একটি বৃহৎ ছাত্র সংগঠন। অথচ সেই সংগঠনটির নাম বিকৃত করে শনিবার (২১ জুলাই) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাতক্ষীরার কাালিগঞ্জে উপজেলা ছাত্রলীগের ব্যানারে সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুর হোসেন রনি, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেনের নেতৃত্বে কতিপয় নামধারী ছাত্রলীগ নেতা। যার কারণে সারাদেশের ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায,শনিবার কতিপয় নামধারী ছাত্রলীগ নেতারা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এর বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ব্যানারে লেখা ছিলো“ কালিগঞ্জ উপজেলা শিবির ছাত্রলীগের সভাপতি এর বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন’। বিক্ষোভ মিছিলের ওই ব্যানারটি স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে তারা এর প্রতিবাদ করে। কিন্তু বিক্ষোভকারী ওই নেতারা সেটির কোন তোয়াক্কা না করে ওই ব্যানারটি নিয়েই মিছিল করে। শুধু মিছিল করে তারা ক্ষ্যান্ত হয়নি মিছিল শেষে বক্তব্য দেওয়ার সময় তারা একাধিক বার শিবির ছাত্রলীগ বলে স্লোগান দিয়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের পবিত্র নামটি যারা বিকৃত করে মিছিল ,সমাবেশ ও ফেসবুকে ছবি পোষ্ট করতে পারে তারা কখনও বঙ্গবন্ধুর সৈনিক হতে পারে না। এদের মধ্যে বঙ্গবন্ধুর কোন আদর্শ নেই। এরা সংগঠনের মধ্যে প্রবেশ করে ছাত্রলীগকে ধ্বংস করার মিশনে লেগেছে। কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ বলেন, ব্যানারে যারা কালিগঞ্জ উপজেলা ‘শিবির ছাত্রলীগ’ লিখতে পারে তারা কখনও বঙ্গবন্ধুর সৈনিক হতে পারে না। জামায়াত শিবিরের একটি চক্র কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নামে ষড়যন্ত্র শুরু করেছে। ব্যানারের ওই লেখাটি দেখে সেটি বোঝা যাচ্ছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুর হোসেন রনি বলেন, কালিগঞ্জ ছাত্রলীগের সভাপতি শিবির হতে ছাত্রলীগে প্রবেশ করায় আমরা ব্যানারে শিবির ছাত্রলীগ লিখে তার বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছি। অপর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যানারে ‘শিবির ছাত্রলীগ’ লেখাটি আমাদের উচিৎ হয়নি। ব্যাপারটি এমন হবে আমরা বুঝতে পারিনি। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, বিষয়টি আমি শুনেছি। এমনকি মানববন্ধনের ছবিটাও আমি দেখেছি। তারা যে কাজ করেছে সেটা সম্পূর্ণ সংগঠন বিরোধী। তারা যদি সংগঠনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।